ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যুবসমাজকে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে: পলক পবিত্র শবে কদর আজ পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর: ওবায়দুল কাদের ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত নিলামে ২৫ কেজি স্বর্ণ বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন

নাজিরপুরের মালিখালীর লড়াতে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
মিশিগান যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ও জনপ্রিয় প্রতিষ্ঠান মৃধা ফাউন্ডেশনের অর্থায়নে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লড়া গ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উপজেলার মালিখালী ইউনিয়নের কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ মালিখালী ইউনিয়ন শাখার আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে অত্র ফাউণ্ডেশন ঢাকা, বিক্রমপুর, পিরোজপুর সদর, চিতলমারী ও নাজিরপুরের শেখমাটিয়াতে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির মালিখালী ইউনিয়ন প্রতিনিধি আওয়ামীলীগ নেতা কেশব লাল বিশ্বাস এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস, লড়া সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি ও হরিসভা প্রতিষ্ঠানের সেবায়েত মনিমোহন মন্ডল, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব যথাক্রমে বিশ্ব নাথ মন্ডল, দেবাশিষ মন্ডল প্রমুখ।

এতে মালিখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সমাজ হিতৈষী তরুণ সমীর কুমার বেপারী এর সঞ্চালনায় কেশব লাল বিশ্বাস বলেন, ডা. দেবাশীষ মৃধা এমডি ও তাঁর সহধর্মিণী চিনু দাস মৃধার বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, সহমর্মিতা ও মমত্ববোধ তা স্মরণ রাখার মতো। মানবিক হৃদয়ের এই চিকিৎসক দম্পতির জন্য তিনি উপস্থিত সকলের কাছ থেকে তাঁদের জীবনের কল্যাণ কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।

এসময় কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ মালিখালী শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণের এ শুভ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

Share on facebook
Facebook
Share on print
Print
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অন্য খবর